ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বিমানবন্দরে ৮১৪ কার্টন সিগারেট আটক

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ আগস্ট ২০১৯

চট্টগ্রাম বিমানবন্দরে ৮১৪ কার্টন সিগারেট আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে ৮১৪ কার্টন অবৈধ বিদেশী সিগারেট। বুধবার সকালের একটি ফ্লাইটে দুবাই থেকে এসেছিল চালানটি। চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশেদ মুকুল জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ৩ যাত্রীর কাছে কার্টনগুলো পাওয়া যায়। এতে রয়েছে ‘ইজি’ ব্র্যান্ডের সিগারেট। ঘোষণা ছাড়া আনা এ সিগারেট আটক করেন কাস্টমসের দায়িত্বরত কর্মকর্তারা। এ তিন যাত্রীকে সাময়িকভাবে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস জানায়, ৮১৪ কার্টন সিগারেটের প্রতি কার্টনে ২০০ শলাকা সিগারেট রয়েছে। আটক সমুদয় সিগারেটের বাজারমূল্য প্রায় ১২ লাখ ২১ হাজার টাকা। এর আগে গত সোমবার একই ফ্লাইটে ৫৪৭ কার্টন এসেছিল ১ লাখ ৯ হাজার ৪শ শলাকার সিাগরেট এবং রিদমি ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন সেট। এগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বাজিতপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ আগস্ট ॥ বাজিতপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো-রনক ভূঁইয়া (৫) ও আয়মান ভূঁইয়া (৫)। তারা সম্পর্কে চাচাত ভাই। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার পিরিজপুর গোথালিয়া গ্রামের ব্যবসায়ী সুজন ভূঁইয়ার ছেলে রনক ভূঁইয়া এবং গোথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক বিপু ভূঁইয়ার ছেলে আয়মান ভূঁইয়া মঙ্গলবার সন্ধ্যায় সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে রাতেই ওই দুই শিশুর নিথর মরদেহ উদ্ধার করে।
×