ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনালী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান

প্রকাশিত: ০৯:২৮, ২৯ আগস্ট ২০১৯

সোনালী ব্যাংকের নতুন ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান প্রধান

দেশের সর্ববৃহৎ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক সোনালী ব্যাংকের সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আতাউর রহমান প্রধান বুধবার যোগদান করেছেন। এর আগে তিনি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিন বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আতাউর রহমান প্রধান রূপালী ব্যাংকের আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত একজন সিনেট সদস্য। আতাউর রহমান প্রধান ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন। -বিজ্ঞপ্তি বিআরডিবির মহাপরিচালক গিয়াস উদ্দিন আহমেদ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র মহাপরিচালক হিসেবে গত ২৭ আগস্ট গিয়াস উদ্দিন আহমেদ যোগদান করেন। তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব। তিনি বিসিএস ৮৫ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। বিআরডিবির মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োজিত ছিলেন। তার বর্ণাঢ্য চাকরি জীবনে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের দায়িত্ব পালনসহ সচিবালয়ের বিভিন্ন গুরত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। -বিজ্ঞপ্তি
×