ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এরদোগানের জন্য পুতিনের ‘আইসক্রিম কূটনীতি’

প্রকাশিত: ০৯:২২, ২৯ আগস্ট ২০১৯

এরদোগানের জন্য পুতিনের ‘আইসক্রিম কূটনীতি’

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও তুরস্কের মধ্যেকার সম্পর্ক আরও বেড়েছে। দেশ দুটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও রিসেপ তাইপ এরদোগানের মধ্যে সখ্যতাই এর প্রমাণ। গত কয়েক বছরের মধ্যে হিসাব করলে দেখা যায়, পুতিন বিশ্বনেতাদের মধ্যে এরদোগানের সঙ্গে সবচেয়ে বেশিবার সাক্ষাত করেছেন। খবর স্পুটনিক ইন্টারন্যাশনাল অনলাইনের। পুতিন ও এরদোগানের প্রতিতি বৈঠকে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এর মধ্যে পুতিন নিজ হাতে রিসেপ তাইপ এরদোগানের বসার জন্য চেয়ার এগিয়ে দেয়া ও তাকে আইসক্রিম দিয়ে আপ্যায়ন করা অন্যতম। উভয় নেতা প্রতিটা বৈঠকের পর গণমাধ্যমের সামনে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে কথা বলেন। তাদের বৈঠক আন্তর্জাতিক মাধ্যমে আলাদা গুরুত্ব পেয়েছে। অবশেষে বিদেশী সহায়তা নিতে রাজি ব্রাজিল অবশেষে আমাজনের অরণ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মোকাবেলায় বিদেশী সহায়তা গ্রহণের আগ্রহ ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তবে এক্ষেত্রে তহবিলগুলো কেবলমাত্র ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকবে। মঙ্গলবার তার মুখপাত্র একথা জানান। এএফপি। এতে বলা হয়, বিশ্বের বৃহত্তম বনভূমিতে ছড়িয়ে পড়া দাবানল মোকাবেলায় দেয়া জি-৭’র প্রস্তাব গ্রহণের আগে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘অপমানজনক’ মন্তব্য প্রত্যাহারের দাবি থেকে বোলসোনারো সরে এসেছেন। সুনির্দিষ্টভাবে জি-৭’র প্রস্তাবের কথা উল্লেখ না করে রাজধানী ব্রাসিলিয়ায় ওতাভিও রিগো ব্যারোস সাংবাদিকদের বলেন, ব্রাজিল সরকার বিশ্বের বিভিন্ন সংস্থা এমনকি দেশ থেকে আর্থিক সহায়তা নিতে আগ্রহী।
×