ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজেপি ব্রিটিশ শাসনামলে ফিরে যেতে চাইছে ॥ প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশিত: ০৯:২১, ২৯ আগস্ট ২০১৯

বিজেপি ব্রিটিশ শাসনামলে ফিরে যেতে চাইছে ॥ প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ক্ষমতাসীন বিজেপি সরকার দেশের সকল সম্পদ নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে চায়। ভারতের উত্তর প্রদেশের রায়বেরিলির লালগঞ্জে ট্রেনের বগি তৈরির কারখানা শ্রমিকদের চলমান আন্দোলনে যোগ দিয়ে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। প্রিয়াঙ্কা বলেন, বিজেপি দেশের সম্পদ একের পর এক প্রথমে কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে দিয়ে পরে নিজেরা কুক্ষিগত করতে চায়। নরেন্দ্র মোদি সরকার ভারতে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ফিরিয়ে আনতে চাইছে। এর অংশ হিসেবে বিজেপি ভারতের রেলওয়ের সকল সম্পদ কর্পোরেট প্রতিষ্ঠানের হাতে ছাড়ার একটি বড় ষড়যন্ত্র হাতে নিয়েছে। মোদি সরকারের এই পরিকল্পনা ভারতের অন্যান্য প্রতিষ্ঠানকে দুর্বল করার একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ।
×