ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩৭০ অনুচ্ছেদ বাতিলের পদক্ষেপ পর্যালোচনা করবে সর্বোচ্চ আদালত

প্রকাশিত: ০৯:২১, ২৯ আগস্ট ২০১৯

৩৭০ অনুচ্ছেদ বাতিলের পদক্ষেপ পর্যালোচনা করবে সর্বোচ্চ আদালত

চলতি মাসের ৫ তারিখে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। ওই পদক্ষেপের বিরুদ্ধে বুধবার সর্বোচ্চ আদালত এক শুনানিতে জানিয়েছে যে, ৩৭০ অনুচ্ছেদের অধীনে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার বিষয়টি পর্যালোচনা করা হবে। এনডিটিভি। এ বিষয়ে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জবাবও চেয়েছে। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রীমকোর্টে আবেদন করা হয়। বুধবার ওই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, আগামী অক্টোবরে এ বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। জম্মু ও কাশ্মীর বিষয়ে সব আবেদন খতিয়ে দেখতে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠিয়েছে সুপ্রীমকোর্ট। বুধবার শুনানি চলাকালীন সময় বাম নেতা সীতারাম ইয়েচুরি এবং এক কাশ্মীরী শিক্ষার্থী কাশ্মীরে যাওয়ার আবেদন করেন। ওই শিক্ষার্থী তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চান। ওই দুজনকেই জম্মু ও কাশ্মীর সফরের অনুমতি দিয়েছে সুপ্রীমকোর্ট। -টাইমস অব ইন্ডিয়া
×