ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফারজানা ইয়াসমীন

ঝিলপাড় বস্তির কথা

প্রকাশিত: ০৯:১৯, ২৯ আগস্ট ২০১৯

ঝিলপাড় বস্তির কথা

অগ্নিকাণ্ডে সব হারানো রাজধানীর ঝিলপাড় বস্তির বাসিন্দারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের তরফ থেকে নানা ধরনের আশার বাণী-আশ্বাস পেয়ে আসছেন। কিন্তু দিনে দিনে তাদের কপালে স্পষ্ট হয়ে চলেছে দুশ্চিন্তা আর শঙ্কার ভাঁজ। বিজিএমইএ মেডিকেল সেন্টারে নেওয়া এক পরিবারের সদস্য রিনা গণমাধ্যমকে বলেন, আমার এখানে (ঝিলপাড় বস্তি) জন্ম। এখানে আমরা ৪০ বছর ধরে থাকছি। এই ভবনে থাকার কারণে কখনো খাবার পাই কখনো খাবার পাই না। স্কুলে যখন মাইকিং করে খাবার দেয়, তখন খাবার আনতে যাই। খাবার থাকলে পাই, কখনো পাই না। এখানে (বস্তিতে) কবে ঘর বানিয়ে দেবে? আর কবে আমরা থাকবো কেউ বলতেও পারছে না। আমাদের থাকার ব্যবস্থা করে দিলে কাজ করে খেতাম। আমাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হলে আমাদের আর কিছুই চাওয়ার ছিল না। বৃহস্পতিবার (২২ আগস্ট) সরকারের পক্ষ থেকে কিছু টাকা অনুদান ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়ার খবর পড়ে স্বস্তি পেলাম। মানুষের পাশে মানুষ এসে দাঁড়াচ্ছে খুবই সীমিতভাবে। ইটকাঠপাথরের এই কঠিন শহরে মানুষের হৃদয়ও কি কঠিন হয়ে গেছে? খুলনা থেকে
×