ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশিত: ০৬:৪৭, ২৮ আগস্ট ২০১৯

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বেসরকারি প্রতিষ্ঠান হবিগঞ্জ উন্নয়ন সংস্থা কর্তৃক সদ্য হাতে নেয়া ‘নারী ও বালিকাদের নিরাপত্তা’ নামে একটি প্রকল্পের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিস্ট সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে এবং মোঃ আরিফের সঞ্চালনায় আজ বুধবার দুপরে জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ডিসি মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন, এডিসি (রেভিনিউ) তারেক মোহাম্মদ জাকারিয়া, এডিসি (আইসিটি-শিক্ষা) মোঃ সাইফুজ্জামান, বিজ্ঞ এডিএম মর্জিনা আক্তার, এডিশনাল এসপি মোঃ রবিউল ইসলাম, বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল, ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আরা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শাবান মিয়া, সম্পাদক শামীম আহছান, জেলা বারের সেক্রেটারী এডভোকেট রুহুল হাসান শরীফ, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী ও বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, সাংবাদিক সহ নানা পেশার কর্মকর্তাগণ। উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্য নিয়ে হবিগঞ্জ উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রাথমিক সূচনা হিসেবে হবিগঞ্জ সদর ও বানিয়াচঙ্গ উপজেলার নারী ও বালিকাদের নিয়ে সদ্য হাতে নেয়া উক্ত প্রকল্প বাস্তবায়ন করতে এখন থেকে ১৭ টি টার্গেট নিয়ে ২০০ টি টিমের মাধ্যমে ৫ হাজার জনের মাঝে এই কাজ শুরু করবে। পরবর্তীতে এই প্রকল্পের লক্ষ্যিত উপকারভোগী হিসেবে নারী-পুরুষ, কিশোর-কিশোরীদের মাঝে তা আরও ছড়িয়ে দেয়া হবে। সংশ্লিস্ট কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে জেলার ৯ উপজেলার বিভিন্ন পেশার গণমান্য ব্যক্তিবর্গ ও ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে তারা কমিটি গঠন সহ নিয়মিত সভা শুরু করেছে।
×