ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করতে হবে’

প্রকাশিত: ১৩:১৬, ২৮ আগস্ট ২০১৯

‘বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করতে হবে’

বিশেষ প্রতিনিধি ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে জাতির পিতার আদর্শকে ধারণ করে কাজ করতে হবে। মঙ্গলবার ঢাকায় মতিঝিল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে একটি আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কখনও মিথ্যা, অনিয়ম, দুর্নীতি আর অন্যায়ের সঙ্গে আপোস করেননি। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সকলকে অন্যায় ও দুর্নীতির বিষয়ে আপোসহীন হতে হবে। দুর্নীতিকে, জঙ্গীবাদকে প্রশ্রয় দেয়া যাবে না। সকলে জাতির পিতার আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশকে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব । তিনি আরও বলেন, বঙ্গবন্ধু জাতিকে বঞ্চিত, লাঞ্ছিত অবস্থা থেকে মুক্ত করেছেন।
×