ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিজিসিএ সম্মেলনে বাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৫, ২৮ আগস্ট ২০১৯

ডিজিসিএ সম্মেলনে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) ৫৬তম সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ। ১৯ থেকে ২৩ আগস্ট নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৭ দেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ও তাদের প্রতিনিধি, সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (আইসিএও), যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ), ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল এভিয়েশনসহ অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৮শ’ প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ ॥ জয়নুল স্টাফ রিপোর্টার ॥ সরকারের পায়ের তলায় মাটি না থাকায় বিপাকে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ব্যর্থ মন্তব্য করে তিনি বলেন, রোহিঙ্গারা এত বড় একটি সমাবেশ করল আর সরকার জানতেই পারল না। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×