ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্মরণে ‘অমর কবির স্মৃতিগাথা’ আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১৩:১৪, ২৮ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু স্মরণে ‘অমর কবির স্মৃতিগাথা’ আলোকচিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে ‘অমর কবির স্মৃতিগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী’র আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় টিএসসিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম (নিবিড়)সহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু এবং স্বাধীনতাপূর্ব ও উত্তরকালে বাংলাদেশী ও বিদেশী পত্রিকাগুলোর ভূমিকা তুলে ধরা হয়। যেখানে তৎকালীন দৈনিক সংবাদ, দৈনিক আজাদ, সাপ্তাহিক জয়বাংলা, দ্য পাকিস্তান অবজারভার, নিউজ উইক, নিউইয়র্ক টাইমস, টাইম ম্যাগাজিনসহ জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিবেদন সচিত্র প্রদর্শন করা হয়। এদিকে মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও বেতন প্রথমবারের মতো অনলাইনে গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার টিএসসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×