ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর চারদিকে নৌ-পথ উন্নয়ন খনন ও বর্জ্য অপসারণ বিষয়ে কর্মশালা

প্রকাশিত: ১৩:১৩, ২৮ আগস্ট ২০১৯

রাজধানীর চারদিকে নৌ-পথ উন্নয়ন খনন ও বর্জ্য অপসারণ বিষয়ে কর্মশালা

রাজধানী ঢাকার চারদিকে নৌ-পথ উন্নয়ন, খনন ও বর্জ্য অপসারণ, ওয়াকওয়ে ইকোপার্ক ও আনুষাঙ্গিক সুবিধা নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই শীর্ষক সমীক্ষার ওপর মঙ্গলবার বিআইডব্লিউটিএ মুত্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইডব্লিউএম-এর সমীক্ষাটি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়। কর্মশালায় বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ^রী দখল-দূষণ নৌ-পথে যাত্রী ও মালামাল পরিবহন ব্যবস্থা সদৃঢ় করার লক্ষ্যে নদীর তীরভূমিতে ওয়াকওয়ে, ইকোপার্ক, নদীর নাব্যরক্ষা, নদীর পানি দূষণমুক্ত করণসহ নদীকেন্দ্রিক ব্যবস্থা-বাণিজ্য প্রসারে গুরুত্বারোপ করে বক্তারা বক্তব্য রাখেন। উপস্থাপিত প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা শহরের চারদিকে নৌ-পথ উন্নয়ন, নদী দূষণমুক্ত, যাত্রী ও মালামাল পরিবহন অনেকাংশে বৃদ্ধি পেয়ে ঢাকা শহরের সড়কপথে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। -বিজ্ঞপ্তি
×