ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শোক দিবসে জাতীয় মহিলা সংস্থার আলোচনা

প্রকাশিত: ১৩:১১, ২৮ আগস্ট ২০১৯

শোক দিবসে জাতীয় মহিলা সংস্থার আলোচনা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূলনায়ক জিয়াউর রহমান ও খুনী মুশতাককে বিচারের আওতায় এনে মৃত্যুর পরেও ফাঁসির রায় দেয়ার দাবি জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বেগম ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই দাবি করেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা পরাজয় বরণ করেছিল তারা এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সপরিবারে হত্যার কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা যাতে ধুলোয় মিশে যায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলে তার পরিবারের কোন সদস্যের নেতৃত্বে স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসবে না ভেবে তারা সপরিবারে হত্যা করে। ডিএসসিসিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগের (রেজিঃ নং-৪৬৯৭) উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কোরানখানি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সভার প্রধান অতিথি ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত মেয়র হাজী নূর হোসেন বলেন, জাতির পিতার জন্ম না হলে এদেশ কখনও স্বাধীন হতো না। মঙ্গলবার দুপুরে (ডিএসসিসি) ভবনস্থ মেয়র মোহাম্মদ হানিফ অডিটোরিয়ামের উদ্যোগে শোক দিবস আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেনÑ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×