ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচার দাবি

প্রকাশিত: ১৩:১০, ২৮ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচার দাবি

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যায় জড়িত নেপথ্যের ষড়যন্ত্রকারীদের পরিচয় প্রকাশ ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম- মুক্তিযুক্ত’৭১। অনুষ্ঠানে মন্ত্রী, সেক্টর কমান্ডার ও রণাঙ্গনের নেতৃত্বদানকারী বীর মুক্তিযোদ্ধারা এ দাবি জানিয়ে বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকা-ের পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে একটি বিশেষ কমিশন গঠন এখন সময়ের দাবি। তদন্ত কমিশন করে এ হত্যাকা-ের কুশীলবদের নাম ও পরিচয় নতুন প্রজন্মে কাছে তুলে ধরা উচিত। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকা-ের সঙ্গে সরাসরি জড়িত খুনীদের বিচার হলেও হত্যাকা-ের মূল পরিকল্পনাকারীদের এখনও চিহ্নিত করা হয়নি। বঙ্গবন্ধুর হত্যাকা-ের পরিকল্পনাকারীদের চিহ্নিত করতে একটি বিশেষ কমিশন গঠন করা এখন গণদাবি হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এই খুনীরা শুধু বঙ্গবন্ধুকে নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাত এবং বাঙালী জাতীয়তাবাদকে হত্যা করার জন্য এই ঘৃণ্য ঘটনা ঘটিয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা পবিত্র সংবিধানকে তছনছ করে জনকল্যাণমূলক সব অনুচ্ছেদ বাতিল করে দেয়। ধর্মনিরপক্ষতাকে বাতিল করে দেশকে মিনি পাকিস্তানে পরিণত করার সব ব্যবস্থা সম্পন্ন করে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি, দেশের প্রথম সেনা প্রধান কে এম সফিউল্লাহ বলেন, সেনাবাহিনীর মধ্য থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আর আমি তখন ছিলাম সেনাপ্রধান। বঙ্গবন্ধু একটা মস্ত বড় ভুল করেছিলেন, সেটা হচ্ছে আমাকে সেনাপ্রধান করে আর জিয়াউর রহমানকে উপপ্রধান করে। আমি জানি, অনেকেই বলেন বঙ্গবন্ধু হত্যার সময় আমি সেনাপ্রধান ছিলাম। কিন্তু কিছুই করতে পারিনি। আমার সে সময় সামর্থ্য ছিল না। কী করতে পারতাম। ওই সময়ে কিছু করার মতো আমাদের পজিশন ছিল না।
×