ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারী প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন

প্রকাশিত: ১২:২৯, ২৮ আগস্ট ২০১৯

সরকারী প্লটের আবেদন প্রত্যাহার করে নিলেন রুমিন

স্টাফ রিপোর্টার ॥ সরকারের কাছে ১০ কাঠা আয়তনের প্লট চেয়ে করা আবেদনপত্র দলের ভেতরে ও সারাদেশে তুমুল সমালোচনার পর প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার গৃহায় ও গণপূর্তমন্ত্রী বরাবর লেখা এক চিঠিতে তিনি প্লট চেয়ে করা আবেদনটি প্রত্যাহার করে নেন। প্রত্যাহারের ওই চিঠিতে তিনি লিখেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের অনুভূতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে প্লট চেয়ে করা আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি। এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জনকণ্ঠকে বলেন, প্লটের আবেদন প্রত্যাহার করে রুমিন ফারহানা একজন বুদ্ধিমতী ও বিচক্ষণ নেত্রীর পরিচয় দিয়েছেন। যা দলের স্বার্থে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। প্রত্যাহার চেয়ে করা আবেদন প্রত্যাহারের বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, আমি ২৬ আগস্ট আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলাম। দলের নেতাকর্মীরা আমার প্লটের আবেদনে কষ্ট পেয়েছেন, আমি সেদিনই প্রত্যাহার করে নিতাম। কিন্তু আমার নির্বাচনী এলাকায় থাকার কারণে তা পারিনি। সোমবার ঢাকায় এসে মঙ্গলবারই ব্যক্তিগত সহকারীকে দিয়ে মন্ত্রণালয়ে প্রত্যাহারপত্র পাঠিয়েছি। তিনি বলেন, আমি কোন চাপে প্রত্যাহারপত্র দেইনি, আমার দলের নেতাকর্মীদের আবেগ, অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে তা করেছি।
×