ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দূতাবাসগুলোতে অনলাইন লেনদেন চালু ডিসেম্বরে

প্রকাশিত: ১২:২৮, ২৮ আগস্ট ২০১৯

দূতাবাসগুলোতে অনলাইন লেনদেন চালু ডিসেম্বরে

জনকণ্ঠ ডেস্ক ॥ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাসগুলোতে অনলাইন লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আর্থিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি ইন্টিগ্রেটেড বাজেট এ্যান্ড এ্যাকাউন্টিং সিস্টেম (আইবিএএস++)-এর মাধ্যমে লেনদেন ব্যবস্থা চালু করা হবে। এতে দূতাবাসগুলো আয়ের অর্থ তাৎক্ষণিক সরকারী কোষাগারে জমা দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। খবর বাংলানিউজের। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ৭৭টি দূতাবাস রয়েছে। এসব দূতাবাস বছরে চার হাজার কোটি টাকা আয় করলেও তাৎক্ষণিকভাবে কোন দূতাবাস তা দেশে পাঠাতে পারছে না। ভিসা ফি, পাসপোর্ট নবায়ন, কনস্যুলার ফি থেকে দূতাবাসগুলো এ অর্থ আয় করে। দূতাবাসগুলোর লেনদেন পদ্ধতি চালুর সঙ্গে জড়িত অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তারা লেনদেনের এ ব্যবস্থা চালু করতে চান। এ বিষয়ে জ্যেষ্ঠ পরামর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ভারত, দুবাই ও আবুধাবী দূতাবাস পরিদর্শন করে এসেছেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দূতাবাসগুলোতে ইন্টিগ্রেটেড বাজেট এ্যান্ড এ্যাকাউন্টিং সিস্টেম (আইবিএএস++) বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তারা জানিয়েছেন। তিনি বলেন, এটি চালু হলে আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে। চালু করার পরে দূতাবাসগুলো থেকে লেনদেন করার পরে সিস্টেমে প্রদর্শন করবে।
×