ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা স্টাক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ, খানায় জিডি

প্রকাশিত: ১২:২৬, ২৮ আগস্ট ২০১৯

ঢাকা স্টাক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ, খানায় জিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করায় বিনিয়োগকারীদের বিরুদ্ধে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর আগে মঙ্গলবার আনুমানিক দুপুর ২-৩টা পর্যন্ত বাংলাদেশ পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ৯-১০ জন লোক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ব্যানার ও মাইকসহ বিক্ষোভ মিছিল করেন। ডিএসইর সিনিয়র এক্সিকিউটিভ (সিকিউরিটি ইনচার্জ) মোঃ মামুন-উর রশিদ জিডিতে উল্লেখ করেন- ডিএসইর সামনে কিছুদিন ধরে তারা এ ধরনের বিক্ষোভ করছে এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তার সম্পর্কে সম্মানহানিকর মন্তব্য করছেন। এর ফলে ডিএসইর সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত এবং অফিসের স্বাভাবিক কার্যক্রম সম্পাদনে বিঘœ ঘটে। আরও উল্লেখ করা হয়, ডিএসই মনে করে এ ধরনের কার্যকলাপ দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বহির্বিশ্বে বাংলাদেশ পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণœ করছে। ফলে বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে- বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়।
×