ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাফুফের চার সিদ্ধান্ত...

প্রকাশিত: ১২:১১, ২৮ আগস্ট ২০১৯

বাফুফের চার সিদ্ধান্ত...

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার বাফুফে টেকনিক্যাল কমিটির এক সভা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। সভায় সর্বসম্মতিক্রমে ৪টি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : বাফুফে এএফসির কাছ থেকে কোচিং কনভেনশন ‘এ’ সার্টিফিকেট অর্জন করায় কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে কমিটির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন, আগামী মৌসুম থেকে ১ম, ২য় ও ৩য় বিভাগের সব ক্লাবকে এএফসি ‘সি’ সার্টিফিকেটধারী কোচ নিয়োগ বাধ্যতামূলক করার বিষয়ে ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটিকে অনুরোধ জানানো, বিগত কয়েক বছরে টেকনিক্যাল কমিটির অধীনে বাংলাদেশে ৩ শতাধিক দেশী/বিদেশী ফুটবল কোচ এএফসি ‘সি’, ‘বি’ ও ‘এ’ সার্টিফিকেট অর্জন করেছে যা বাংলাদেশের ফুটবলের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) বিভিন্ন বিষয়ের ওপর টেকনিক্যাল মতামতসমূহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বরাবর প্রেরণ। বাংলাদেশ-ভারত সেনা প্রীতি ফুটবল ম্যাচ ড্র স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ মঙ্গলবার বনানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য ড্র হয়। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় দু’দলের খেলোয়াড় ছাড়াও ঢাকা ও মিরপুর সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।
×