ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রিকেটে আজীবন নিষিদ্ধ দুই ভাই

প্রকাশিত: ১২:১০, ২৮ আগস্ট ২০১৯

ক্রিকেটে আজীবন নিষিদ্ধ দুই ভাই

স্পোর্টস রিপোর্টার ॥ আজীবন নিষিদ্ধ হলেন হংকংয়ের দুই ক্রিকেটার দুই ভাই ইরফান আহমেদ ও নাদিম আহমেদ। তাদের সঙ্গে সতীর্থ হাসিব আমজাদকে দেয়া হয়েছে পাঁচ বছরের নিষেধাজ্ঞা। ম্যাচ পাতানোর দায়ে তাদের এ শাস্তি দিয়েছে আইসিসি। জানা গেছে, আইসিসির এ্যান্টি-করাপশন কোড ভঙ্গ করেছেন হংকংয়ের এই তিন ক্রিকেটারই। ২০১৪ সালে বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ড ও কানাডার বিপক্ষে ম্যাচে তাদের বিরুদ্ধে ‘ম্যাচ পাতানোর’ অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আইসিসির এ্যান্টি-করাপশন কোড। তদন্তে ইরফান ও তার ভাই নাদিমের নয়টি অপরাধ এবং আমজাদের তিনটি অপরাধ খুঁজে পাওয়া যায়। এ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার এ্যালেক্স মার্শাল জানান, ‘আহমেদ ভাইদ্বয়ের অপরাধ ‘পূর্ব-পরিকল্পতি এবং সুপরিশীলিত। এই তদন্ত খুব দীর্ঘ ও জটিল ছিল। তাদের প্রচেষ্টা বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞ ক্রিকেটারদের মুহূর্তগুলোতে প্রভাবিত করেছে। তাদের আচরণ আগে থেকে পূর্ব-পরিকল্পিত ও পরিশীলিত ছিল এবং আহমেদ ভাইদ্বয় এই অপরাধের সঙ্গে জড়িত।’
×