ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইন্টার মিলানে অভিষেকেই গোল লুকাকুর

প্রকাশিত: ১২:১০, ২৮ আগস্ট ২০১৯

ইন্টার মিলানে অভিষেকেই গোল লুকাকুর

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসেই রেকর্ড গড়ে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে পাড়ি জমিয়েছেন রোমেলু লুকাকু। বেলজিয়ামের এই তারকা ফরোয়র্ডের ক্লাবে অভিষেকটা স্মরণীয় হয়েছে। সোমবার রাতে ইতালিয়ান সিরি’এ লীগে ইন্টার মিলানের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। আর অভিষেকেই গোল করেন নতুন দলের হয়ে। দলও পেয়েছে বড় জয়। অর্থাৎ ঘরের মাঠে লেচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মিলান। সিরি’এ লীগে এবারের মৌসুমে এটাই প্রথম ম্যাচ ইন্টারের। আর বড় জয়ে পয়েন্ট তালিকার এক নম্বরে অবস্থান হয়েছে তাদের। ইন্টারের সমান ৩ পয়েন্ট করে পেয়েছে আরও সাত দল। তবে গোলগড়ে এক নম্বরে নতুন কোচ এ্যান্টোনিও কন্টের দল। ঘরের মাঠে পুরো সময়ই আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। ম্যাচের ২১ মিনিটে জোরালো শটে দলটির হয়ে প্রথম গোল করেন ক্রোয়েশিয়ান ফুটবলার মার্সেলো ব্রজোভিচ। ইন্টারে ছয় মৌসুম ধরে খেলে যাওয়া ক্রোয়েট তারকার এটি ১৫তম গোল। তিন মিনিট পর ইন্টারের হয়ে দ্বিতীয় গোল করেন সাসাওলো থেকে ধারে ইন্টারে নতুন যোগ দেয়া স্টেফানো সেনসি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর চমক দেখান অভিষিক্ত লুকাকু। ৬০ মিনিটে লেচের গোলরক্ষক গ্যাব্রিয়েল সতীর্থ লাওটারো মার্টিনেজের দিকে বল পাঠাতে গেলে তা নিয়ন্ত্রণে নিয়ে নেন বেলজিক তারকা। সুযোগটি কাজে লাগিয়ে দারুণ গোল করেন তিনি। আর সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত ৬৫ হাজার দর্শক করতালিতে অভিনন্দন জানান ২৬ বছর বয়সী এই তারকাকে। ম্যাচের শেষ ১৫ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় লেচেকে। ব্রাজিলিয়ান তারকা দিয়েগো ফ্যারিয়াস সাবেক ক্লাব ক্যাগলিয়ারি সতীর্থ নিকোলো ব্যারেলাকে বিপজ্জনকভাবে বাধা দেয়ায় লালকার্ড দেখে মাঠ ছাড়েন। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৪ মিনিটে ইন্টারের হয়ে চতুর্থ গোল করেন এ্যান্টোনিও ক্যানড্রেভা। এ্যান্টোনিও কন্টেকে কোচ হিসেবে নিয়ে আসার পর আবারও শিরোপার স্বপ্ন বুনছে ইন্টার। সে লক্ষ্যে শুরুটা দুর্দান্ত হয়েছে। ২০১০ সালের পর প্রথম সিরি’এ লীগের শিরোপা জয় করতে মুখিয়ে আছে তারা। এর আগে ৫০ বছর বয়সী কন্টে জুভেন্টাসকে ২০১২ ও ২০১৪ সালে লীগ শিরোপা পাইয়ে দিয়েছেন। ২০১৭ সালে তিনি চেলসিকে এনে দেন প্রিমিয়ার লীগ শিরোপা। নিজ শহরের ক্লাব লেচের বিপক্ষেই প্রথম ম্যাচে লড়তে হয়েছে কন্টেকে। এই দলেই নিজের খেলোয়াড়ী জীবন শুরু করেছিলেন তিনি। সাত বছর পর সিরি’এ লীগে প্রত্যাবর্তন করেছেন তিনি। ম্যাচের বাইরে আলোচনার বিষয় ছিল ইন্টারের সাবেক অধিনায়ক মাওরো ইকার্ডির অনুপস্থিতি। সাইডবেঞ্চে বসেই নিয়মিতভাবে ম্যাচ উপভোগ করে চলেছেন এই আর্জেন্টাইন।
×