ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেপালের কাছে হেরে কঠিন সমীকরণে বাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ২৮ আগস্ট ২০১৯

নেপালের কাছে হেরে কঠিন সমীকরণে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে যেখানে জয় দরকার ছিল, সেখানে বড় ব্যবধানে হেরেই গেল বাংলাদেশ দল। মঙ্গলবার ভারতের কলকাতার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। বিজয়ী দল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। এই হারে ফাইনালে ওঠাটা অনেক কঠিন হয়ে গেল আসরে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। কেননা তাদের পরের ম্যাচ এরচেয়েও শক্তিধর প্রতিপক্ষ ভারতের সঙ্গে। একইদিন দুর্বল ভুটানের সঙ্গে খেলবে নেপাল। ভারত ৩ খেলার প্রতিটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। ইতোমধ্যেই এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে পৌঁছে গেছে তারা। ৩ ম্যাচের ২টিতে জয় ও ১ হারে ৬ পয়েন্ট বাংলাদেশ ও নেপালের। তবে গোলগড়ে এগিয়ে থাকায় বাংলাদেশ আছে দুইয়ে ও নেপাল আছে তিনে (বাংলাদেশের গোলগড় +৬, নেপালের ০)। এক্ষেত্রে নেপালের চেয়ে একটু সুবিধাজনক স্থানে আছে বাংলাদেশ। কিন্তু ঝামেলা বেধেছে বাংলাদেশের চতুর্থ ও শেষ ম্যাচটি। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। তাদের হারানোটা খুবই কঠিন ব্যাপার লাল-সবুজ কিশোর ফুটবলারদের। অথচ এই দিক দিয়ে আবার সুবিধাজনক অবস্থানে আছে নেপাল। কেননা তাদের প্রতিপক্ষ ভুটান একেবারেই দুর্বল প্রতিপক্ষ, যারা ৩ ম্যাচের প্রতিটিতেই হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে আসর থেকে। ভারত-বাংলাদেশ খেলার আগে অনুষ্ঠিত হবে ভুটান-নেপাল ম্যাচটি। ভুটান যদি নেপালকে হারিয়ে দেয় আর বাংলাদেশ ড্র করে ভারতের সঙ্গে তাহলে কপাল খুলবে বাংলাদেশের। অথবা নেপাল ও বাংলাদেশ যদি তাদের নিজ নিজ ম্যাচে হেরেও যায় সেক্ষেত্রে পয়েন্ট সমান হলেও গোলগড়ে এগিয়ে থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে বাংলাদেশের।
×