ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিনটি বাংলাদেশের

প্রকাশিত: ১২:০৯, ২৮ আগস্ট ২০১৯

শান্তর সেঞ্চুরিতে প্রথম দিনটি বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে সিরিজ শেষ। মঙ্গলবার থেকে চারদিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজ শুরু হয়েছে। প্রথম টেস্টের প্রথমদিনে নাজমুল হোসেন শান্ত অসাধারণ ব্যাটিং করেছেন। ২৪৯ বলে ১২ চার ও ১ ছক্কায় অপরাজিত ১২৪ রান করেছেন। শান্তর এ দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে প্রথমদিনে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। প্রথমদিনটি নিজেদের করে নিয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শুরুতে তোপের মধ্যে পড়ে। দলের ১২ রান হতেই ওপেনার মোহাম্মদ নাইম সাজঘরে ফেরেন। এরপর ওপেনার সাইফ হাসান ও শান্ত মিলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দলের ৮১ রান যখন হয় তখন সাইফও আউট হয়ে যান। তবে উইকেট আঁকড়ে থাকার অনেক চেষ্টা করেন। ৯৪ বল খেলে ১৮ রান করে রান আউট হন সাইফ। দুই উইকেট পড়ে যাওয়ার পর দল খানিক বিপদেও পড়ে যায়। বিপত্তি আরও ঘনিয়ে আসে যখন দলের ৯৫ রানে গিয়ে ইয়াসির আলীও সাজঘরে ফিরেন। এরপরই আসলে বাংলাদেশ নিজেদের বিপদ দূর করে। চতুর্থ উইকেটে শান্ত ও আফিফ হোসেন ধ্রুব মিলে অসাধারণ ব্যাটিং করেন। দুইজন মিলে দলকে ১৯৪ রানে নিয়ে যান। দুইজন মিলে ৯৯ রানের জুটি গড়েন। ধ্রুব ১০৮ বলে ৭ চারে ৫৪ রান করেন। এমন সময় আউট হয়ে যান। ততক্ষণে দল দুই শ’ রানের কাছে চলে যায়। জাকির হাসান ব্যাট হাতে নেমে উইকেট আঁকড়ে থাকেন। তাকে শত চেষ্টা করেও শ্রীলঙ্কা বোলাররা আউট করতে পারেননি। ৪৩ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। শান্তর সঙ্গে তিনি ব্যাট হাতে এগিয়ে চলছেন। আজ দ্বিতীয়দিনে শান্ত ও জাকির মিলে দলকে আরও এগিয়ে নিতে ব্যাট হাতে নামবেন। শ্রীলঙ্কা ইমার্জিং ক্রিকেট দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল ওয়ানডে ক্রিকেট সিরিজ হেরেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। ২-১ ব্যবধানে সিরিজে হেরেছে। প্রথম ওয়ানডেতে ১৮৬ রানে হারের পর সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা এনেছিল। তৃতীয় ওয়ানডেতে গিয়ে ৭ উইকেটে হেরে সিরিজ ২-১ ব্যবধানে হার হয়। এবার আনঅফিসিয়াল টেস্ট সিরিজে জেতার আশাতেই নেমেছে বাংলাদেশ। প্রথমদিনটি খুব ভালও গেছে। এখন সামনের দিনগুলো ভাল দিয়ে শেষ করা গেলেই হলো। স্কোর ॥ বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস ॥ ২৩৩/৪; ৮৮ ওভার (সাইফ ১৮, নাইম ৯, শান্ত ১২৪*, ইয়াসির ৪, আফিফ ৫৪, জাকির ৯*; পেরেরা ১/৩৬)।
×