ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবকে তিনে নামালেন স্টোকস

প্রকাশিত: ১২:০৮, ২৮ আগস্ট ২০১৯

সাকিবকে তিনে নামালেন স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের কাছে শীর্ষস্থান ছেড়ে দিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান সাকিব। এবার ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসকে দ্বিতীয় স্থান ছেড়ে দিয়ে তিন নম্বরে নেমে গেলেন তিনি। সাকিবকে তিনে নামিয়ে দিলেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেডিংলি টেস্টে মহাকাব্যিক ইনিংস খেলে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার অপরাজিত ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংসে ইংল্যান্ড ইতিহাস গড়ে জিতে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এত বেশি রান তাড়া করে জয় এর আগে কখনও দেখেনি ইংল্যান্ড। ইংল্যান্ডকে জিতিয়ে শুধু অসাধ্যকে সাধনই করেননি, আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র?্যাঙ্কিংয়েও উন্নতি ঘটিয়েছে স্টোকসের। যে কারণে তিন নম্বরে নেমে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। অনেক বছর ধরেই তিন ফরমেটেই শীর্ষ অলরাউন্ডারের মুকুট ধরে রেখেছেন সাকিব। মাঝে মধ্যে অবস্থান টলে গেলেও কিছুদিনের মধ্যেই আবার তিনি সেটা দখল করেন। ক’দিন আগে ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডারের কাছে শীর্ষস্থান হারিয়েছেন। এবার স্টোকসের কারণে নেমে গেলেন তিনে। ক্যারিয়ারে প্রথমবারের মতো স্টোকস পেয়েছেন ৪০০’র বেশি রেটিং। সাকিব আল হাসানের (৩৯৯) চেয়ে ১২ বেশি রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন এখন স্টোকস। তার ওপরে রয়েছেন শুধু ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার। তার রেটিং পয়েন্ট ৪৩৩। শুধু অলরাউন্ডার র?্যাঙ্কিংয়েই নয়, স্টোকস বড়সড় লাফ দিয়েছেন ব্যাটিং র?্যাঙ্কিংয়ে। প্রথমবারের মতো উঠে এসেছেন সেরা ১৫তে। ঐতিহাসিক ইনিংসে ১৩৫ রান করার পর তার বর্তমান রেটিং ৬৯৩ এবং অবস্থান করছেন ১৩ নম্বরে। শুধু বোলিং র?্যাঙ্কিংয়েই নিজের আগের অবস্থান তথা ২৮ নম্বরেই রয়েছেন তিনি। এদিকে স্টোকসের মতো করে র?্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চারও। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই উঠে এসেছেন ৪৩ নম্বরে। হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে তিনি এগিয়েছেন ৪০ ধাপ।
×