ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে

প্রকাশিত: ১১:২০, ২৮ আগস্ট ২০১৯

মিয়ানমারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে

স্টাফ রিপোর্টার ॥ মানবিক সঙ্কট বিবেচনায় জরুরী পরিস্থিতিতে সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এটি এখন দীর্ঘমেয়াদী সমস্যায় রূপ নিচ্ছে। এ কারণে এখন বাংলাদেশ নানা ধরনের চালেঞ্জের সম্মুখীন হয়ে পড়ছে। এই সমস্যা জাতীয় অর্থনীতির ওপর যেমন চাপ সৃষ্টি করছে, তেমনি পরিবেশ, নিরাপত্তা, কূটনীতিক বিষয়বস্তু এবং প্রত্যাবাসনের জটিলতাসহ বহুমাত্রিক সঙ্কট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, এই সঙ্কটের জন্য মিয়ানমারকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। মঙ্গলবার রাজধানীর ‘ব্র্যাক সেন্টারে ইন’-এ আয়োজিত এক অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। রোহিঙ্গা শরণার্থী সঙ্কট : টেকসই সমাধানের লক্ষ্যে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, এ্যাকশন এইড ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এ্যান্ড স্টাডিজ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আরও বলেন, মানবিক আবেদনের পাশাপাশি রোহিঙ্গা সঙ্কট তৈরি করছে অগণিত চ্যালেঞ্জ। মিয়ানমার জাতিগত নিধনের উদ্দেশ্যে রোহিঙ্গাদের ওপর ব্যাপক গণহত্যা চালিয়েছে। মিয়ানমার গণহত্যা চালালেও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য দৃষ্টি এখন বাংলাদেশের ওপর নিবদ্ধ হয়েছে। যেহেতু মিয়ানমার গণহত্যা চালিয়েছে, তাদের বিতাড়িত করেছে তাই এই সঙ্কট মোকাবেলায় দৃষ্টি সবসময়ই মিয়ানমারের ওপর রাখতে হবে।
×