ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাজ গতিশীল করতে বিমানের উচ্চপর্যায়ে ফের রদবদল

প্রকাশিত: ১১:১৬, ২৮ আগস্ট ২০১৯

কাজ গতিশীল করতে বিমানের উচ্চপর্যায়ে ফের রদবদল

স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্যিক কার্যক্রম গতিশীল ও সেবার মান বাড়াতে আবারও বিমানের উচ্চপর্যায়ে রদবদল করা হয়েছে। এবার বিমানের তিনটি গুরুত্বপূর্ণ মহাব্যবস্থাপক পদে রদবদল করা হয়। এছাড়া আরও একজন পরিচালককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হতে পারে। মঙ্গলবার বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। বিমানের জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরের মহাব্যবস্থাপক মোঃ শওকত হোসেনকে (পি নম্বর-৩৩৭৪৮) কেন্দ্রীয় বিক্রয় ও বিপণন বিভাগের বিপণন ও বিক্রয় পরিদফতরের মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে। তিনি একই সঙ্গে বিপণন ও বিক্রয় বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকবেন। বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক পদ থেকে মাহবুব জাহান খানকে অব্যাহতি দেয়া হয়েছে। উল্লেখ্য, মার্কেটিং সম্পর্কে ন্যূনতম ধারণা ও জ্ঞান না থাকার পরও মাহবুব জাহান খানকে মার্কেটিং বিভাগের দায়িত্ব দেয়ায় কোন ধরনের উন্নতি ঘটেনি। প্রকিউরমেন্ট এ্যান্ড লজিস্টিক সাপোর্ট বিভাগের অধীন মোটর ট্রান্সপোর্ট পরিদফতর থেকে উপ-মহাব্যবস্থাপক শামসুল করিমকে (পি নম্বর-৩৬৩৪২) জেলা বিক্রয় ও বিপণন পরিদফতরে বদলি করা হয়েছে। পরিদফতর নিরাপত্তা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান মৃধাকে (পি নম্বর-৩৩৭৩৯) প্রকিউরমেন্ট আইন বিভাগের উপ-বিভাগ যানবাহনে বদলি করা হয়েছে। মোখলেছুর রহমান মৃধা নিরাপত্তা বিভাগের দায়িত্ব নেয়ার পর পরই তিনি চিহ্নিত চোরাচালান ও দুর্নীতিবাজদের সিন্ডিকেট ভেঙ্গে দেন। যাদের ইতিপূর্বে বদলি করার সাহস পেত না তিনি তাদের ঢাকার বাইরে পাঠিয়ে অধিকতর সৎ ও দক্ষ কর্তাদের নিয়ে নিরাপত্তা বিভাগ পুনর্গঠন করেন। এদিকে বিমান প্রশাসন জানিয়েছে, পরিচালক পদে আরও বড় ধরনের রদবদল ঘটতে পারে। খুব শীঘ্রই পরিচালক প্রকৌশল পদে পরিবর্তন আনা হবে। এখানে বর্তমানে দায়িত্ব পালন করছেন সাজ্জাতুর রহিম। তার আমলে বার বার উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়া ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। সর্বশেষ গত শুক্রবার একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ অচল হয়ে পড়ায় বিমানের সিডিউল বিপর্যয় দেখা দেয়। এতে হাজীরা বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। এ অবস্থায় বিমানের শীর্ষ মহল প্রকৌশল বিভাগের ওপর নাখোশ। এ পদে একজন দক্ষ ও অভিজ্ঞ পরিচালক খোঁজা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একটি সূত্র।
×