ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালুর নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১১:০৭, ২৮ আগস্ট ২০১৯

আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালুর নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ভোক্তা অধিকার সংরক্ষণে ২৪ ঘণ্টা সেবা দিতে তিন মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে হটলাইন চালু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। অন্যদিকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আগামী ১৩ অক্টোবর এ আবেদনের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিচারিক আদালত ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে।
×