ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২৬, ২৮ আগস্ট ২০১৯

বগুড়ায় হত্যার দায়ে পাঁচ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় এক প্রতিবন্ধী কিশোর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদ- হয়েছে। দ-াদেশ প্রাপ্তরা হলো- মোঃ ইউসুব (২৯), সাব্বির আহম্মেদ ওরফে মালু (২৩), মোঃ সজিব (২৫), মোঃ রিহান (২৩) ও মোঃ রাশেদ (২৩)। এদের মধ্যে ৩ জন পলাতক রয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) শরনিম আকতার মঙ্গলবার এই রায় দেন। রায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের ৩ বছর করে কারাদ-াদেশ দেয়া হয়। একই মামলার অপর ধারায় আরো ৭ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর করে কারাদ- দেয়া হয়। জানা গেছে, বগুড়া সদরের বারপুর মধ্যপাড়া এলাকার মোঃ ফারুকের শিশুপুত্র রিপন (১৩) ২০১৫ সালের ১০ নবেম্বর রাতে বাড়ির নিকটবর্তী দুলাল নামে এক ব্যক্তির মুদি দোকান থেকে নিখোঁজ হয়। রিপন প্রতিবন্ধী শিশু ছিল। তার পিতা ও মা অনেক খোঁজাখুঁজি করলেও রিপনের আর সন্ধান পাওয়া যায়নি। এর কয়েক দিন পর ১৫ নবেম্বর সদরের চাঁদপুর মৌজার গড় এলাকার জঙ্গলে রিপনের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। খুলনায় ৪ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, ফুলতলা থানাধীন দামোদর গ্রামের ইসলাম খান হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামিরা হলেন ইসলাম মোল্লা, কামাল শেখ, মোস্তফা শেখ ওরফে মোস্ত ও হাসান গাজী। আসামিরা ফুলতলা উপজেলার দামোদর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর আসামিরা ইসলাম খানকে দামোদর গ্রামের ইসলাম মোল্লার বাড়িতে ডেকে নেয়। আসামিরা ইসলাম খানের ওপর চড়াও হয়। ইসলাম খান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ইসলাম খানকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে ৪ যুবক স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, একটি প্রিন্ট কারখানার কিশোরী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় চার যুবককে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। এই সঙ্গে দ-প্রাপ্তদের এক লাখ টাকা করে অর্থদ- প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- সদর উপজেলার শহীদনগরের শহিদুল ইসলাম, একই এলাকার শাকিল হোসেন, চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগরের আরিফ। জানা যায়, ২০১০ সালের ১৫ মার্চ রাতে তামাকপট্টির একটি প্রিন্টিং কারখানার কিশোরী শ্রমিক কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শহীদনগর এলাকায় ওই যুবকরা কিশোরীকে সেখান থেকে জোর করে স্থানীয় একটি বাড়ির রান্নাঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। সিরাজগঞ্জে যুবকের মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, ধর্ষণ ও হত্যা মামলায় মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোঃ নাজির আসামি নূর ইসলাম (২৭) নামে এক যুবককে মৃত্যুদ- দিয়েছেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একই মামলায় অপহরণের ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছেন বিচারক। দ-প্রাপ্ত নূর ইসলাম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। উল্লেখ্য, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় নূর ইসলাম তার প্রতিবেশী নজরুল ইসলামের শিশু কন্যা রিতু খাতুনকে নিজ বাড়িতে টেলিভিশন দেখার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশে রোস্তম আলীর পটল ক্ষেতে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে।
×