ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে সার বিতরণ

প্রকাশিত: ০৯:২৪, ২৮ আগস্ট ২০১৯

বিনামূল্যে সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৭ আগস্ট ॥ খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাইয়ের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সে সময় সদর উপজেলার ২ শ’ ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডবোকেট আবদুর রশিদ। উন্নয়ন বিষয়ক মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ আগস্ট ॥ ডেঙ্গু পরিস্থিতি, অবৈধ পলিব্যাগ ও উন্নয়ন কর্মকা- বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত প্রমুখ।
×