ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু ২৩ বছর আন্দোলন করে স্বাধীনতা এনে দিয়েছেন ॥ গাজীপুর সিটি মেয়র

প্রকাশিত: ০৯:২৩, ২৮ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু ২৩ বছর আন্দোলন করে স্বাধীনতা এনে দিয়েছেন ॥ গাজীপুর সিটি মেয়র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৩ বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। এ নিয়ে আমাদের কারো দ্বিমত থাকার কথা নয়। মেয়র মঙ্গলবার দুপুরে নীলেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নীলেরপাড়া ইউনিট আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি খালেদ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সরকার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুর রহমান জান্নাত প্রমুখ। বরিশালে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লায় রেশমা খানম (২৫) নামের এক গৃহবধূ বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত গৃহবধূ বানারীপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী। সে তার স্বামীর সঙ্গে সুন্দরদী মহল্লার তোতা মিয়ার বাসায় ভাড়া থাকত। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সুন্দরদী মহল্লার তোতা মিয়ার ভাড়াটিয়া বাসার ছাদে কাপড় শুকাতে গেলে ছাদের ওপরে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুত লাইনে স্পৃষ্ট হয়ে ছাদের ওপর থেকে নিচে পড়ে যায় রেশমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
×