ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৯:২২, ২৮ আগস্ট ২০১৯

চট্টগ্রামে অজ্ঞান পার্টির ৪ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মানুষের কাছ থেকে ছিনিয়ে নেয়া টাকা, ৪২০টি ক্লোনোজেপাম ট্যাবলেট ও ১৫টি সিরিঞ্জ। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী। তিনি জানান, গ্রেফতার এই চারজন হলো খুলনা জেলার রূপসা বাঘমারার শহিদুল ইসলাম, বাবুল, পিরোজপুর মঠবাড়িয়া থানার রতন মিয়া এবং বরগুনা জেলার বামনা থানার মধ্য আমতলী এলাকার হারুন। বাকলিয়া ও কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাতে নতুনব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।অপরদিকে চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় একটন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান চালান। পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আতুরার ডিপোর উত্তরগেট এলাকায় অবস্থিত কারখানায় অভিযান চালায় অধিদফতরের একটি টিম। সেখানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির আলামত পাওয়া যায়। কারখানা থেকে জব্দ করা হয় প্রায় একটন পলিথিন। নামহীন এ কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।
×