ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে চিকিৎসা অবহেলায় কিশোরের মৃত্যু ॥ ভাংচুর

প্রকাশিত: ০৯:২১, ২৮ আগস্ট ২০১৯

পটুয়াখালীতে চিকিৎসা অবহেলায় কিশোরের মৃত্যু ॥ ভাংচুর

নিজস্ব সংবাদাতা, পটুয়াখালী, ২৭ আগস্ট ॥ চিকিৎসায় অবহেলায় আরদিন খান অভি (১৫) নামে এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাংচুর চালিয়েছে অভির সহপাঠীরা। সোমবার রাত সাড়ে ৯টায় সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। অভি পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সদর উপজেলার লোহালিয়া গ্রামে এবং শহরের কাঠপট্টি এলাকায় ভাড়া থাকত। তার বাবার নাম আনোয়ার উল্লাহ। এ বিষয়ে হাসপাতাল ও পুলিশের পক্ষ থেকে কোন অভিযোগ না পওয়ার কথা জানিয়েছে। অভির বাবা জানান, সন্ধ্যায় অভি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরী বিভাগে ভর্তি হলে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। পরিবার জানায়, কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার খান প্রথমে চিকিৎসায় অবহেলা করেন। তাকে বিষ অপসারণ না করে ওয়ার্ডে পাঠায়। অভির বাবা ডাক্তারের পা ধরলেও রাত ৯টায় সে ডিউটি শেষ বলে চলে যায়। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে অভির সহপাঠীরা হাসপাতালের দরজা ও জানালার কাঁচ ভাংচুর করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তারেক হাসান বলেন, রোগীকে সব চিকিৎসা দেয়া হলেও কেন যে তাকে ওয়াশ দেয়া হয়নি সেটা বুঝলাম না। তবে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাঃ জিয়াউল করিম জানান, ডাক্তারদের কোন অবহেলা ছিল না। অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ রহমান জানান, ঘটনাটি আসলেই দুঃখজনক। হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তারপরও অভির মৃত্যুর জন্য কারও অবহেলা থাকে, অভিযোগ পেলে সেটা আমরা তদন্ত করব এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×