ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আধা ঘণ্টার আগুনে পুড়ল কোটি টাকার আমদানি পণ্য

প্রকাশিত: ০৯:১৭, ২৮ আগস্ট ২০১৯

আধা ঘণ্টার আগুনে পুড়ল কোটি টাকার আমদানি পণ্য

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল বন্দরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার। এদিন সকালে বন্দর গুদামের ৩৫ নম্বর শেডে আগুন লেগে পুড়ে গেছে কোটি টাকার আমদানি পণ্য। শেডটিতে কাগজ, প্লাস্টিক দানা ও অন্যান্য তরল কেমিক্যাল ছিল। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ছাড়াও বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন লাগার কারণ নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। কেমিক্যালের ঘর্ষণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। অবশ্য অগ্নিকা-ের সঠিক কারণ চিহ্নিত করতে বন্দর কর্তৃপক্ষ সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বন্দরের গুদাম ইনচার্জ মনির হোসেন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ৩৫ শেডের প্রধান ফটক খুললে ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিক বন্দর পরিচালক ও ফায়ার সার্ভিসকে খবরটি জানালে আনসার সদস্যরা পাশের শেড থেকে আগুন নিভানো গ্যাস এনে স্প্রে করলে আগুন অনেকটা কমে আসে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
×