ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে বিক্রি হবে বাংলাদেশী তৈরি ইলেকট্রনিক্স পণ্য

প্রকাশিত: ০৯:১৬, ২৮ আগস্ট ২০১৯

ভারতে বিক্রি হবে বাংলাদেশী তৈরি ইলেকট্রনিক্স পণ্য

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ইলেকট্রনিক পণ্যের বাজার সম্প্রসারণে একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে ওয়ালটন। ইনোভেটিভ ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তি ও গুণগতমানে মুগ্ধ হয়ে বিশ্বের স্বনামধন্য ব্র্যান্ডগুলো এখন ওয়ালটন তথা বাংলাদেশমুখী। নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ডের পণ্য তৈরি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ভারতের বিশাল বাজারে ওয়ালটনের তৈরি পণ্য বাজারজাত করবে সে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘রিলায়েন্স রিটেইল লিমিটেড’। এ বিষয়ে সম্পাদিত চুক্তির মাধ্যমে ওয়ালটনের কৌশলগত ও দীর্ঘমেয়াদী ব্যবসায়িক অংশীদার হলো রিলায়েন্স। রিলায়েন্স কর্তৃপক্ষের মতে, ওয়ালটনের পণ্য আন্তর্জাতিকমানের। ক্রেতাদের হাতে বাংলাদেশে তৈরি গুণগতমানের পণ্য তুলে দেয়ার মাধ্যমে ভারতের কনজ্যুমার ইলেট্রনিক্সের বাজারে শক্ত অবস্থানে চলে আসবে ওয়ালটন ও রিলায়েন্স। সেই লক্ষ্যে দেশটিতে শীঘ্রই একটি গবেষণা ও উন্নয়ন (আরএনডি) সেন্টার চালু করার উদ্যোগ নিচ্ছে ওয়ালটন। এদিকে রিলায়েন্সের মতো ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বেশকিছু স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পণ্য নেয়ার বিষয়ে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের সম্মেলন কক্ষে রিলায়েন্স এবং ওয়ালটনের মধ্যে ব্যবসায়িক চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) প্রেসিডেন্ট এ্যাডওয়ার্ড কিম এবং রিলায়েন্সে রিটেইল লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কৌশল নেভ্রেকার। চুক্তি অনুযায়ী প্রাথমিক ধাপে ওয়ালটনের কাছ থেকে ফ্রিজ, টিভি ও এয়ার কন্ডিশনার নিচ্ছে ‘রিলায়েন্স’। এছাড়া ওয়ালটনের ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ধরনের হোম এ্যাপ্লায়েন্সেসও নেয়ার পরিকল্পনা রয়েছে।
×