ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্দো-বাংলার সঙ্গে আরএইচকে গ্লোবালের চুক্তি

প্রকাশিত: ০৯:১৩, ২৮ আগস্ট ২০১৯

ইন্দো-বাংলার সঙ্গে আরএইচকে গ্লোবালের চুক্তি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ওষুধ উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি করেছে। হংকংয়ের আরএইচকে গ্লোবাল (এইচকে) লিমিটেডের সঙ্গে সোমবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, স্বাক্ষরিত এই চুক্তিতে উল্লেখ রয়েছে, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস সুপার ট্রেমেক্স-১০০এমজি ব্র্যান্ডের ট্যাবলেট উৎপাদন করবে। যার জেনেরিক নাম- ট্রামাডোল। যা আরএইচকে গ্লোবাল লিমিটেডের কাছে রফতানি করা হবে। প্রতি বছর ইন্দো-বাংলা ১২০০ মিলিয়ন ট্যাবলেট উৎপাদন করবে। এই প্রকল্প থেকে কোম্পানিটির বছরে ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি টাকা আয় হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। -অর্থনৈতিক রিপোর্টার এক্সিম ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের উদ্যোক্তা মাজাকাত হারুন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ২৫ লাখ শেয়ার বিক্রি করবেন। তার মোট শেয়ার আছে ১ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ১১৬টি। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×