ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৯:১২, ২৮ আগস্ট ২০১৯

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই ) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর ৯৫ লাখ ২৭ হাজার ৪৮৮টি শেয়ার ৩৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩১ কোটি ২৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে ম্যারিকোর। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৫৭ লাখ ১৬ হাজার টাকার বিকন ফার্মার এবং ৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে পূবালী ব্যাংক। এছাড়া এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১০ লাখ ৯২ হাজার টাকার, সিটি ব্যাংকের ৬৭ লাখ ৫০ হাজার টাকার, ফাইন ফুডসের ২১ লাখ ৬ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৩৩ লাখ ৬৫ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬২ লাখ ১ হাজার টাকার, নাভানা সিএনজির ১৪ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৪০ লাখ টাকার, অলিম্পিকের ১ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ লাখ ৪০ হাজার টাকার, রেনউইক যজ্ঞেশ্বরের ১৩ লাখ ৬৫ হাজার টাকার, রূপালী লাইফের ৮৩ লাখ ৮৫ হাজার টাকার, এস আলমের ৬১ লাখ ৭৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৯ লাখ ৪৫ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৮ লাখ টাকার এবং এসএস স্টিলের ১২ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×