ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৯:১০, ২৮ আগস্ট ২০১৯

শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম দুই কার্যদিবস পতন হলেও মঙ্গলবার উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। জানা গেছে, সকালে সূচকের উর্ধগতি দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৯ পয়েন্টে। ডিএসইতে অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৯৮ ও ১ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানির মধ্যে ১২২টি বা ৩৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৪টি বা ৫১ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৩ শতাংশ কোম্পানির। এদিন ডিএসইতে ৪৬৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২০ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগে দিন লেনদেন হয়েছি ৪৪৭ কোটি ১৬ লাখ টাকার। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা শেয়ার। এদিন কোম্পানির ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা সিলকো ফার্মার ১৩ কোটি ৬৭ লাখ টাকার এবং ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে রানার অটোমোবাইলস। লেনদেনে এরপর রয়েছে- ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন ফার্মা, মুন্নু সিরামিক, এসএস স্টিল, ইন্দো-বাংলা এবং জেএমআই সিরিঞ্জ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। সিএসইতে ২৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ৫০ ভাগ ব্যাংকের দর কমেছে ॥ মঙ্গলবার ডিএসই লেনদেন অংশ নেয়া ৫১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর ব্যাংক খাতের কোম্পানিগুলোর মধ্যে ৫০ শতাংশ ব্যাংকেরই শেয়ার দর কমেছে। জানা গেছে, ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ৭টির বা ২৩ শতাংশের শেয়ার দর বেড়েছে। এদিন ১৫টির বা ৫০ শতাংশের শেয়ার দর কমেছে এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮টির বা ২৭ শতাংশ ব্যাংকের। এদিন ১৫টি ব্যাংকের মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ০.৮০ টাকা কমেছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৪০ টাকা কমেছে ব্যাংক এশিয়ার এবং ০.৩০ টাকা করে কমেছে প্রিমিয়ার, পূবালী ও রূপালী ব্যাংকের। এছাড়া সাউথইস্ট, শাহজালাল ইসলামী ও যমুনা ব্যাংকের ০.২০ টাকা করে এবং উত্তরা, ট্রাস্ট, স্যোসাল ইসলামী, আইসিবি ইসলামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সিটি ও এবি ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে। ৭টি ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ব্যাংক ৭টির মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ০.৩০ টাকা বেড়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া ঢাকা, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ০.২০ টাকা করে এবং এনসিসি ও ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে। লেনদেন শেষে ৮টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ৮টি হলো : ইউনাইটেড কমার্শিয়াল, প্রাইম, ওয়ান, মার্কেন্টাইল, ইসলামী, আইএফআইসি, এক্সিম ও আল আরাফাহ ইসলামী ব্যাংক।
×