ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেনা শোধ করতে হবে

প্রকাশিত: ০৯:০৯, ২৮ আগস্ট ২০১৯

দেনা শোধ করতে হবে

ইউরোপীয় কমিশন বলেছে, ব্রিটেন চুক্তি ছাড়া ইইউ থেকে বেরিয়ে গেলেও জোটের সদস্য হিসেবে যে অর্থ তাদের প্রদান করার কথা ছিল সেটি পরিশোধ করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার বলেন, চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে ইইউকে ৩৯ বিলিয়ন পাউন্ড পরিশোধের বাধ্যবাধকতা তার দেশের থাকবে না। তার এ বক্তব্যের একদিন পরই ইউরোপীয় কমিশনের মুখপাত্র মিনা আন্দ্রেভা এ কথা বলেছেন। -ইয়াহু নিউজ ভিসা দিতে অস্বীকার উইসকনসিন থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর রন জনসনকে ভিসা দিতে অস্বীকার করেছে রাশিয়া। সিনেটের ফরেন কমিটির সদস্য জনসন জানিয়েছেন তিনি কংগ্রেসের উভয় দলের সদস্যদের একটি প্রতিনিধিদল নিয়ে রাশিয়া সফরে যেতে চেয়েছিলেন। এই সফরে তার রুশ সিনিয়র কর্মকর্তা, আমেরিকার নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের বৈঠকে অংশগ্রহণের কথা ছিল। মস্কো কেন তাকে ভিসা দিতে অস্বীকার করেছে তার কারণ জানা যায়নি। -ফক্স নিউজ
×