ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম ॥ ডুবন্ত বিমানের পাখায় দাঁড়িয়ে ভিডিও

প্রকাশিত: ০৯:০৮, ২৮ আগস্ট ২০১৯

অ ন ্য র ক ম ॥ ডুবন্ত বিমানের পাখায় দাঁড়িয়ে ভিডিও

প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া উপকূলে ছোট আকারের বিমান বিধ্বস্ত হওয়ার পর হাসতে হাসতে তার ভিডিও করেছেন পাইলট। এরই মধ্যে সেটি ভাইরাল হলেও সেটিই নিছকই কোন দুর্ঘটনা নাকি স্ট্যান্টবাজি সেটি তদন্ত করে দেখবে কর্তৃপক্ষ। সেই বিমানে পাইলটের সঙ্গে একজন যাত্রীও ছিল। তাদের দুই জনকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। টাইম। বিমানটি যখন বিধ্বস্ত হওয়ার পর ডুবছিল তখন সেটির পাখার ওপর দাঁড়িয়ে ভিডিও শূট করেন পাইলট ও যাত্রী। তাদের উদ্ধার করে অন্য একটি বিমানে উঠার পরও পাইলট ডেভিড লেশ (৩৪) ভিডিও ধারণ করেন। বিমানে থাকা নারী যাত্রীর নাম কাইলা রকওয়েল। ডেভিড বলেছেন, যারা মন্তব্য করছেন এটা স্ট্যান্টবাজি তারা পাগল। কারণ তিনি বিমানটির পেছনে ২ লাখ ৪০ হাজার ডলার খরচ করেছেন। গ্যাসলাইন ঠিক মতো কাজ না করার কারণেই ওই দুর্ঘটনা ঘটে বলে তিনি দাবি করেছেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ্যান্ড দ্য ফেডারেল এ্যভিয়েশন এ্যাডমিনিস্ট্রেশন বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে।
×