ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জাপুরে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার

প্রকাশিত: ০৭:২৯, ২৭ আগস্ট ২০১৯

মির্জাপুরে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে দিন দুপুরে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মির্জাপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। তবে পুলিশ ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোড়াই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন ও সদরের পুষ্টকামুরী গ্রামের বজলু মিয়ার ছেলে মাসুদ মিয়া। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। মির্জাপুর থানা পুলিশ গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে হাজির করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে তিনি জানান। উল্লেখ, রবিবার সকাল সাড়ে দশ টার দিকে উপজেলা সদর সংলগ্ন গালস স্কুলের সামনে ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কে ছিনতাইকারীরা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর পরিবেশক অগ্রনী ট্রেডিং কর্পোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
×