ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সীমান্তে মিয়ানমারের চার নাগরিক আটক

প্রকাশিত: ১২:২৩, ২৭ আগস্ট ২০১৯

 সীমান্তে মিয়ানমারের চার নাগরিক আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের চার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল জোমাদ্দার। তারা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি বিজিবি। বিডিনিউজের। মেজর শরীফুল জোমাদ্দার জানান, ‘রবিবার রাতে গোপন সংবাদের খবরে বিজিবির একটি দল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফনদীর তীরে অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারের চার নাগরিককে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিজিবির কাছে আটক চার জনই মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) সদস্য। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে ‘আপাতত কিছু বলা যাচ্ছে না’ বলে উল্লেখ করেন বিজিবির ওই কর্মকর্তা।
×