ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে যুক্তরাজ্যের চাপ অব্যাহত ॥ লর্ড তারিক

প্রকাশিত: ১২:২৩, ২৭ আগস্ট ২০১৯

 রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে যুক্তরাজ্যের চাপ অব্যাহত ॥ লর্ড তারিক

জনকণ্ঠ ডেস্ক ॥ দু’বছর পরও মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি ভয়াবহ উল্লেখ করে যুক্তরাজ্যের জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের ওপর যুক্তরাজ্যের চাপ অব্যাহত রয়েছে। সোমবার এক টুইটার বার্তায় তিনি একথা বলেন। খবর বাংলানিউজের। তিনি বলেন, আমরা কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি। একই সঙ্গে রাখাইনে স্থিতিশীলতার উন্নয়ন ও প্রত্যাবসন শুরুর জন্য এটাই (কফি আনান কমিশনের সুপারিশ) সেরা উপায়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য আমরা বাংলাদেশের উদারতার প্রতি শ্রদ্ধা জানাই। লর্ড তারিক আহমেদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রতিনিধি। একই সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২৫ আগস্ট বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার দুই বছর পূর্তি হয়েছে। ২০১৭ সালের এই দিনে রোহিঙ্গারা নির্যাতনের মুখে বাংলাদেশে আসতে শুরু করেছিল।
×