ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরীক্ষিত সাদমানের উপযুক্ত সঙ্গী নিয়ে পর্যালোচনা চলছে

টেস্টে ওপেনিং নিয়ে নির্বাচকদের ভাবনা

প্রকাশিত: ১১:৫০, ২৭ আগস্ট ২০১৯

 টেস্টে ওপেনিং নিয়ে নির্বাচকদের  ভাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচে খেলবেন না বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল। বিশ্রাম নিয়েছেন তিনি। আর সেজন্য এবার ওপেনিংয়ে নতুন কারও আসার সুযোগ উন্মুক্ত হয়েছে। সেক্ষেত্রে ইতোমধ্যেই পরীক্ষায় উত্তীর্ণ সাদমান ইসলাম অনিকের সঙ্গে ওপেনিং সঙ্গী কে হবেন তা নিয়ে পর্যালোচনা করছেন জাতীয় দলের নির্বাচকরা। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন সোমবার জানিয়েছেন সাদমানের সঙ্গী হিসেবে নতুন কেউ কিংবা অভিজ্ঞ কারও সুযোগ হতে পারে। এ কারণে কাকে সুযোগ দেয়া হবে সে বিষয়টি নিয়ে সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন নির্বাচকরা। আবার আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচের পর ত্রিদেশীয় টি২০ সিরিজেও নতুন কয়েকজনের সুযোগ হতে পারে। সেসব নিয়েও পর্যালোচনা চালিয়ে যাচ্ছেন তারা। ২৪ বছর বয়সী বাঁহাতি ওপেনার সাদমান ইতোমধ্যে ৩ টেস্ট খেলেছেন। গত বছর ডিসেম্বরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৬ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন। এরপর জাতীয় দলের হয়ে কঠিন নিউজিল্যান্ড সফরে গিয়ে দুই টেস্টে তার রান ছিল- ৩৭, ২৪, ২৯ ও ২৭! টেস্ট ক্রিকেটের মেজাজ অনুসারে এই চার ইনিংস আহামরি কোন বড় রকমের কিছু নয়। কিন্তু নিউজিল্যান্ড সফরে এবার মার্চে দলের ব্যাটসম্যানদের যে পারফর্মেন্স ছিল সেখানে তরুণ সাদমানের ব্যাটিংয়ে সন্তুষ্টই হয়েছেন নির্বাচকরা। এ কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচে ওপেনার হিসেবে সাদমানের থাকাটা নিশ্চিত। কিন্তু তামিম না থাকার কারণে সাদমানের সঙ্গী কে হবেন সেটাই এখন দেখার বাকি। এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘দেখুন আমাদের নিয়মিত যে ওপেনার তামিম ইকবাল তিনি এই সিরিজে খেলছেন না। তামিম তো আমাদের হয়ে অনেকদিন ধরে খেলছেন, আমাদের সব থেকে অভিজ্ঞ এবং প্রমাণিত খেলোয়াড়। সঙ্গে আমরা সাদমান ইসলামকে রেখেছিলাম সে কিন্তু ভাল করেছে। তবে তার সঙ্গী কে হচ্ছেন এই সিরিজে সেটা আমরা এখনও নিশ্চিত করিনি। আমাদের আলোচনা চলছে যে নতুন কাউকে দেখব নাকি ভবিষ্যতের কথা ভেবে আমরা নতুন উদ্বোধনী জুটি দেখব।’ এবার জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ওপেনার জহুরুল ইসলাম অমিকে রেখেছেন নির্বাচকরা। সে কারণে অনেকেই ধারণা করছেন ৭ টেস্ট খেলা ৩২ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার টেস্ট দলে ফিরতে পারেন দীর্ঘ ৬ বছর পর। ২০১৩ সালে সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি জহুরুল। সম্প্রতি ঘরোয়া আসরগুলোয় ভাল পারফর্ম করায় আবারও নির্বাচকদের বিবেচনায় এসেছেন তিনি। ৭ টেস্ট খেলে মাত্র ২৬.৬৯ গড়ে মাত্র ৩৪৭ রান করেছেন জহুরুল। ফিফটিও করতে পারেননি কোন ইনিংসে। এরপরও ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতার কারণেই তাকে আবার ক্যাম্পে ডাকা। কিন্তু একইসঙ্গে আবার কয়েকজন তরুণ নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন যারা এই ক্যাম্পে আছেন। শেষ পর্যন্ত ওপেনিংয়ের জন্য দলে কাকে নেয়া হবে তা নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে বলেই দল ঘোষণা কিছুটা দেরি করেই হতে পারে। এ বিষয়ে হাবিবুল বলেন, ‘আপনারা জানেন যে ও (সাদমান) কয়েকটি সিরিজ ধরে দলের সঙ্গে আছে, খারাপ কিন্তু করেনি। কিন্তু এখনও সে তরুণ। সে মাত্র শুরু করেছে, এত অভিজ্ঞ নয়। যেহেতু তামিম সঙ্গে ছিল ওর উপর চাপ অতটা ছিল না। তাই ওর উপরে চাপ দিয়ে একদম নতুন করে শুরু করব কিনা সেটা চিন্তা আছে। আবার হয়ত পুরনো কাউকে নিলাম যেন একজন তরুণ এবং একজন অভিজ্ঞ কেউ থাকে। এ বিষয় নিয়েই আমরা চিন্তা করছি যে জন্য স্কোয়াড ঘোষণা করতে একটু দেরি হচ্ছে আমাদের।’ দল কেমন হবে সেজন্য ইতোমধ্যেই অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে প্রাথমিক একটি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হাবিবুল। কিন্তু ঘরের মাটিতে ম্যাচ হওয়ার কারণে অনেক বিষয় পরখ করে সম্ভবত ৩০ বা ৩১ আগস্ট টেস্ট দল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন হাবিবুল। তিনি বলেন, ‘যেহেতু একটা মাত্র টেস্ট ম্যাচ তাই ১৪ জনই দেয়ার কথা। যেহেতু আমাদের কোন খেলা নেই, তাই ১-২ জন বাড়তি যোগ করতে পারি যারা হয়ত ওয়ানডে খেলবেন, টেস্ট খেলবেন না। ১-২ জন বাড়তি নিতে পারি দলের সঙ্গে অনুশীলন করার জন্য।’ সেক্ষেত্রে কয়েকজন ক্রিকেটারকে নজরে রেখেছেন নির্বাচকরা। ইমার্জিং দল, এইচপি ও ‘এ’ দলে খেলা ক্রিকেটারদের পারফর্মেন্স পর্যালোচনা করছেন। এই মুহূর্তে সেদিক থেকে নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব ও সাইফ হাসানসহ কয়েকজনকে ভাবনায় রেখেছেন তারা।
×