ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেডারেশন কাপ ডিসেম্বরে, প্রিমিয়ার লীগ জানুয়ারিতে

প্রকাশিত: ১১:৪৯, ২৭ আগস্ট ২০১৯

 ফেডারেশন কাপ ডিসেম্বরে,  প্রিমিয়ার লীগ জানুয়ারিতে

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির এক সভা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, এমপি। সভায় সর্বসম্মতিক্রমে ছয় সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো- ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৮-১৯’-এ চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস এবং রানার্সআপ দল ঢাকা আবাহনী লিমিটেডকে বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো, গত ২১ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত ‘বাফুফে অ-১৮ ফুটবল টুর্নামেন্ট ২০১৯’-এর দল বদল চলমান থাকবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ‘বাফুফে অ-১৮ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৯-২০’ এর দলবদল কার্যক্রম (দেশী ও বিদেশী খেলোয়াড়) আগামী ১ অক্টোবর থেকে ২০ নবেম্বর পর্যন্ত চলবে, ‘ফেডারেশন কাপ ২০১৯-২০’ আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৯-২০’-এর খেলা আগামী জানুয়ারি থেকে শুরু হবে, লীগ চলাকালীন সময়ে ‘স্বাধীনতা কাপ’ আয়োজিত হবে এবং বাফুফে-ফর্টিজ ফুটবল একাডেমির অ-১৮ দলটি এখন থেকে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও অ-১৮ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে।
×