ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যান্টিগা টেস্টে উইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

প্রকাশিত: ১১:৪৭, ২৭ আগস্ট ২০১৯

 এ্যান্টিগা টেস্টে উইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যান্টিগায় উইন্ডিজকে কার্যত উড়িয়ে দিল ভারত। ৩১৮ রানের দাপুটে জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে ২৯৭ রানের পর ৭ উইকেটে ৩৪৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ৪১৯ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে মাত্র ১০০ রানে অলআউট হয় ক্যারিবিয়রা। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২২২। ৮১ ও ১০২ রানের দারুণ দুটি ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। ৮-৪-৭-৫, ভারতের হয়ে কম রানে পাঁচ শিকারের নতুন রেকর্ড গড়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। আর বিদেশের মাটিতে ‘অধিনায়ক’ হিসেবে সবেচেয়ে বেশি টেস্ট জয়ে গ্রেট সৌরভ গাঙ্গুলীকে (১০) পেছনে ফেলেছেন সুপার কোহলি (১১), সর্বোপরি ছুঁয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে (২৭)। দারুণ এ জয়ের মধ্য দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় শুরু করল র‌্যাঙ্কিংয়ের ‘নাম্বার ওয়ান’ ভারত। জ্যামাইকায় শুক্রবার শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ভারতীয় ব্যাটসম্যানরা যে উইকেটে রান তুলেছেন অনায়াসে সেখানে টিকে থাকতেই সংগ্রাম করতে হয়েছে ক্যারিবীয়দের। বুমরাহ ও ইশান্তের ছোঁবলে মাত্র ১৫ রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট। প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। দুই ওপেনারকে ফেরানোর পর ড্যারেন ব্রাভোকে বিদায় করেন বুমরাহ। পরে শাই হোপ ও হোল্ডারকে বোল্ড করে ক্যারিয়ারে চতুর্থবারের মতো নেন পাঁচ উইকেট। শামিও উইকেট শিকারে যোগ দিলে বিপদ আরও বাড়ে স্বাগতিকদের। ৫০ রানে হারিয়ে ফেলে ৯ উইকেট। কেমার রোচ ও মিগুয়েল কামিন্সের ৫০ রানের জুটিতে তিন অঙ্ক স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে শামার ব্রুকস ও শিমরন হেটমায়ারকে ফেরানো ইশান্ত রোচকে বিদায় করে ভাঙ্গেন দশম উইকেট জুটির প্রতিরোধ। ৫ ছক্কা ও ১ চারে ৩৮ রান করেন রোচ। মিগুয়েল অপরাজিত থাকেন ১৯ রানে। এই দুইজন ছাড়া দুই অঙ্কে যান কেবল চেইস। ৭ রানে ৫ উইকেট নেয়ার পথে বুমরাহ গড়েন দারুণ এক রেকর্ড। টেস্ট ক্রিকেটে ভারতের সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে কম রানে ৫ উইকেট নেয়ার কীর্তি এটিই। তিনি পেছনে ফেলেন ভেঙ্কটাপাথি রাজুর ২৯ বছর আগের রেকর্ডকে। ১৯৯০ সালে চি গড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১২ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাবেক বাঁহাতি স্পিনার। এর আগে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার ৩ উইকেটে ১৮৫ রান নিয়ে খেলা শুরু করা ভারত দ্রুত হারায় কোহলিকে। আগের দিনের ৫১ রানের সঙ্গে কোন রান যোগ করতে পারেননি অধিনায়ক। পঞ্চম উইকেটে শতরানের জুটিতে লিড বাড়িয়ে নেন রাহানে ও বিহারী। প্রথম ইনিংসে আশা জাগিয়েও সেঞ্চুরি করতে না পারা রাহানে তুলে নেন ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। ৫ চারে ১০২ রান করা রাহানেকে ফিরিয়ে ১৩৫ রানের জুটি ভাঙ্গেন গ্যাব্রিয়েল। বেশিক্ষণ টিকেননি রিশভ পন্থ। বিহারীর সেঞ্চুরির জন্য অপেক্ষা করছিলেন কোহলি। তিন অঙ্ক ছুঁতে পারেননি বিহারী। হোল্ডারের বলে ফেরেন কট বিহাইন্ড হয়ে। ১২৮ বলে খেলা বিহারীর ৯৩ রানের ইনিংস গড়া ১০টি চার ও একটি ছক্কায়। ৬০ টেস্টে ধোনির জয় ২৭টিতে, সেখানে ৪৭ ম্যাচেই ২৬ জয়ে তাকে ছুঁয়ে ফেললেন ব্যাটিংয়ে-নেতৃত্বে দুর্বার এগিয়ে চলা ‘অধিনায়ক’ কোহলি। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ২৯৭/১০ (৯৬.৪ ওভার; রাহুল ৪৪, কোহলি ৯, রাহানে ৮১, জাদেজা ৫৮; রোচ ৪/৬৬ গ্যাব্রিয়েল ৩/৭১, চেস ২/৫৮) ও দ্বিতীয় ইনিংস ৩৪৩/৭ ডিক্লে. (১১২.৩ ওভার; রাহুল ৩৮, কোহলি ৫১, রাহানে ১০২, বিহারি ৯৩; চেস ৪/১৩২) ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ২২২/১০ (৭৪.২ ওভার; ক্যাম্পবেল ২৩, চেস ৪৮, হেটমায়ার ৩৫, হোল্ডার ৩৯; ইশান্ত ৫/৪৩, শামি ২/৪৮, জাদেজা ২/৬৪) ও দ্বিতীয় ইনিংস ১০০/১০ (২৬.৫ ওভার; চেস ১২, রোচ ৩৮, কামিন্স ১৯*; বুমরাহ ৫/৭, ইশান্ত ৩/৩১, শামি ২/১৩) ফল ॥ ভারত ৩১৮ রানে জয়ী ম্যাচসেরা ॥ অজিঙ্কা রাহানে (ভারত) সিরিজ ॥ দুই টেস্ট ভারত ১-০তে এগিয়ে
×