ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভিজ্ঞতায় আফগানদের চেয়ে আমরাই এগিয়ে ॥ সাকিব

প্রকাশিত: ১১:৪৬, ২৭ আগস্ট ২০১৯

অভিজ্ঞতায় আফগানদের চেয়ে আমরাই  এগিয়ে ॥ সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ সর্বশেষ গত মার্চে টেস্ট খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপের কারণে দীর্ঘ পরিসরের এ ক্রিকেট খেলার সুযোগ হয়নি। তবে ৬ মাস বিরতির পর আবার সাদা পোশাকে নামবে সাকিব আল হাসানের দল। টানা ওয়ানডে খেলার মধ্যে থেকে বেরিয়ে টেস্ট খেলতে হলেও একটি সুবিধা পাচ্ছেন সাকিবরা। সেটি হচ্ছে দেশের মাটিতে একটিমাত্র টেস্ট খেলতে হবে টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তানের বিপক্ষে। আর সেদিক থেকে অভিজ্ঞতম দল হিসেবে এই টেস্টে নিজেদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব। তবে একইসঙ্গে তিনি মনে করেন, স্বল্প পরিসরের ক্রিকেটে যেভাবে উন্নতি করেছে আফগানরা সেজন্য তাদের সহজভাবে দেখছেন না তিনি। গত ১৯ আগস্ট থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হলেও ছুটির কারণে যোগ দিতে পারেননি সাকিব। এর মধ্যে ২১ আগস্ট নতুন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো দায়িত্ব নিয়েছেন। সাকিব গত ২৪ আগস্ট তার অধীনে প্রথম অনুশীলন করেছেন। ৩ দিন ডোমিঙ্গোর সঙ্গে কাটানোর অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ‘আমাদের নতুন কোচের অভিজ্ঞতা তো অনেক। তিনি দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ছিলেন, এর বাইরে ওখানকার বিভিন্ন ডেভেলপমেন্টের সঙ্গেও ছিলেন। কোচ ভাল না হওয়ার কোন কারণ তো আমি দেখি না। মাত্র কয়েকদিন অনুশীলন করলাম তার সঙ্গে। ফলাফলের ওপর অনেক সময় নির্ভর করে যে কোচ ভাল কিংবা খারাপ। অনেক সময় হতে পারে কোচ ভাল কিন্তু ফলাফল এলো না। আবার অনেক সময় কোচ খারাপ কিন্তু ফলাফল দেখা যায় ভাল। বলা মুশকিল, এক্ষেত্রে কী হবে। তবে কোচ তার সেরাটা দিতে এসেছেন। তার আগ্রহের কথা বেশি শুনেছি। এমন আগ্রহ সাফল্য পেতে সাহায্য করে।’ সেই ডোমিঙ্গোর প্রথম মিশন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র টেস্ট। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। সীমিত ওভারের ক্রিকেটে ইতোমধ্যেই সাড়া জাগানো দলে পরিণত হলেও টেস্ট ক্রিকেটে নবীন আফগানরা। কিন্তু সাকিব বললেন, ‘এটা অস্বীকার করা যাবে না যে তারা খেলোয়াড় হিসেবে প্রমাণিত। যদিও স্বল্প পরিসরের ফরমেটে খেলেছে। যেহেতু ওখানে সফলতা পেয়েছে কোন কারণ নেই যে এখনে সফল হতে পারবে না।’ এবার অবশ্য ওয়ানডে বিশ্বকাপে খুবই বাজে ক্রিকেট খেলেছে আফগানরা। সেজন্য টেস্ট ক্রিকেটে এবার অনেক পরিবর্তিত স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসবে তারা। কিন্তু অনেকেই আছেন যারা ওয়ানডে ও টি২০ দলে খেলেছেন। সেই আফগানদের বিপক্ষে গত বছর দেরাদুনে তিন ম্যাচের টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। কিন্তু এবার টেস্ট ক্রিকেট বলেই আফগানিস্তানের চেয়ে নিজেদের অনেকখানি এগিয়ে রাখছেন সাকিব। কারণ, দেশের মাটিতে সবসময়ই দুর্দান্ত বাংলাদেশ দল। আর টেস্ট ক্রিকেটে অনভিজ্ঞ আফগানরা। এরপরও আফগানিস্তান টেস্ট দলের অধিনায়ক হওয়া লেগস্পিনার রশিদ খান বড় রকমের চ্যালেঞ্জ ছুড়তে পারেন স্বাগতিক বাংলাদেশকে। কারণ, তাকে বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার মনে করেন সাকিব। এ বিষয়ে তিনি বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে যদি বলি আমরা এগিয়ে থাকব। কিন্তু ও (রশিদ) বিশ্বমানের বোলার। যদিও টেস্ট ম্যাচ একটা-দুটা খেলেছে। আমরা ওইদিক থেকে তার জন্য নতুন।’
×