ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হিজাব আমার প্রতিরোধের অংশ ॥ ইলহান

প্রকাশিত: ১১:৪০, ২৭ আগস্ট ২০১৯

 হিজাব আমার  প্রতিরোধের  অংশ ॥ ইলহান

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটিক দলীয় সদস্য ইলহান ওমর বলেছেন, তিনি হিজাব ছাড়বেন না। রবিবার এক টুইটে তিনি আরও বলেন, হিজাবকে আমি প্রতিরোধ হিসেবে নিয়েছি, যদিও তা সব সময় সহজ নয়। ইলহান ওমর আরও লিখেছেন, তিনি যে শুধু ধর্মীয় বাধ্যবাধকতার কারণে হিজাব পরেন তা নয় বরং হিজাব পরে আনন্দও পান তিনি। পার্স টুডে। ইলহান ওমর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নির্বাচিত দুই মুসলিম নারীর একজন, যিনি হিজাব পরে কংগ্রেসে হাজির হয়ে নতুন ইতিহাস গড়েছেন। শুধু তাই নয়, কোরানে হাত রেখে শপথ নিয়ে আরেক নজির সৃষ্টি করেছেন ইলহান। সোমালীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস উইম্যান ইলহান ওমর প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একপেশে নীতির বিরোধিতা করে আসছেন।
×