ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জি-৭ সম্মেলনস্থলে হঠাৎ জাভেদ জারিফ

প্রকাশিত: ১১:৩৮, ২৭ আগস্ট ২০১৯

  জি-৭ সম্মেলনস্থলে  হঠাৎ জাভেদ  জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ রবিবার আকস্মিকভাবে জি-৭ শীর্ষ সম্মেলনস্থল বিয়ারিৎসে যান। এই সম্মেলনে ইরানসহ অন্যান্য ইস্যু নিয়ে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এর পশ্চিমা মিত্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য নিয়ে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। সিএনবিসি। ফরাসী এক কর্মকর্তা বলেন, জাভেদ জারিফ ফরাসী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক থেকে তিনি জানার চেষ্টা করেছেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে কী ব্যবস্থা নেয়া হচ্ছে। ফরাসী ওই কর্মকর্তা জানান, শীর্ষ সম্মেলনের স্থানে বিয়ারিৎসে এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দলের কোন সদস্যের কোন বৈঠকের পরিকল্পনা নেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের। জাতিসংঘ মিশনে ইরানের মুখপাত্র আলিরেজা মীরইউসেফি টুইটারে বলেন, মার্কিনীদের সঙ্গে বিয়ারিৎসে কোন বৈঠক হচ্ছে না। বিয়ারিৎসে জারিফের আগমন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, কোন মন্তব্য নয়। উল্লেখ্য, শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ শীর্ষ সম্মেলন শনিবার শুরু হয়ে সোমবার শেষ হয়। যুক্তরাষ্ট্র ২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে দেশ দুটির মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। গত বছর চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। এর ফলে ইরানের অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়ে। কিন্তু ইউরোপীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে উত্তেজনা প্রশমনে অনেক চেষ্টা করেও সফল হননি। রবিবার সকালে শীর্ষ সম্মেলনে ইরানের সঙ্গে মধ্যস্থতার বিষয়ে ফ্রান্সের প্রচেষ্টাকে খাটো করে দেখেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের সঙ্গে উত্তেজনা প্রশমনে প্যারিসের ওপর তিনি সন্তুষ্ট ছিলেন, এখন তিনি নিজের উদ্যোগে ব্যবস্থা নেবেন। ফ্রান্স জানিয়েছে, জি-৭ নেতারা একমত পোষণ করেছেন যে, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক করবেন ইরানকে বার্তা পৌঁছে দেবেন। এদিকে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে এ প্রস্তাব থেকে দূরে রেখেছেন। তিনি বলেন, তিনি এ বিষয়ে আলোচনাও করেননি।
×