ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইনজীবী ও পেশকারসহ সাক্ষী ১৪

বিচারকের খাস কামরায় খুন ॥ মাত্র ৪২ দিনে মামলার চার্জশীট

প্রকাশিত: ১১:৩২, ২৭ আগস্ট ২০১৯

 বিচারকের খাস কামরায় খুন ॥ মাত্র ৪২ দিনে মামলার চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ আগস্ট ॥ আদালতে বিচারকের খাস কামরায় মোঃ ফারুক নামে হত্যা মামলার এক আসামিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি মোঃ হাসানকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক প্রদীপ ম-ল ওই আসামির বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১ এ চার্জশীট দাখিল করেন। এ মামলায় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি), পেশকার ও অফিস সহকারীসহ ১৪ জনকে সাক্ষী করা হয়। গত ১৫ জুলাই চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। জানা যায়, কুমিল্লা আদালত ভবনের তৃতীয় তলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতে গত ১৫ জুলাই জেলার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের হাজী আবদুল করিম হত্যা মামলার হাজিরা দিতে আসে মামলার দুই আসামি জেলার লাকসাম উপজেলার ভোজপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে মোঃ হাসান এবং মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদুল্লাহর ছেলে মোঃ ফারুক। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে আসামি হাসান তার সহযোগী একই মামলার আসামি মোঃ ফারুককে প্রকাশ্য আদালতে বিচারকের সামনে আকস্মিকভাবে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে পড়লে সেখানে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×