ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টেকনাফে ফারুক হত্যা মামলায় আরও এক রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ১১:৩১, ২৭ আগস্ট ২০১৯

 টেকনাফে ফারুক হত্যা মামলায় আরও এক  রোহিঙ্গা  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ফারুক হত্যা মামলার ধৃত আসামিকে নিয়ে পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই সাব্বিরসহ ৩ পুলিশ সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে অস্ত্র, বুলেট ও খোসাসহ গুলিবিদ্ধ আসামিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রবিবার রাতে টেকনাফ থানার একদল পুলিশ ধৃত এক সন্ত্রাসী রোহিঙ্গার স্বীকারোক্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য শালবাগান ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা পাহাড়ী বস্তিতে অভিযানে যায়। সেখানে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ পর রোহিঙ্গা সন্ত্রাসীরা গভীর পাহাড়ের দিকে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে এলজি, তাজা কার্তুজ ও কার্তুজের খোসাসহ গুলিবিদ্ধ নয়াপাড়া ক্যাম্পের ই-ব্লকের আমিরুল ইসলামের পুত্র হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। টেকনাফ উপজেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন সে মারা যায়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হ্নীলা জাদিমোরায় শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসী ডাকাত সেলিম, জকির, সালমান শাহসহ ১০/১২ জনের গ্রুপ স্থানীয় আব্দুল মোনাফ কোম্পানির পুত্র জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি এবং হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুককে গুলি করে খুন করে।
×