ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিনেতা বাবর আর নেই

প্রকাশিত: ১০:৪১, ২৭ আগস্ট ২০১৯

 অভিনেতা  বাবর  আর নেই

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘদিন অসুখের সঙ্গে লড়াই করে অবশেষে থেমে গেল চলচ্চিত্রের সাড়া জাগানো অভিনেতা খলিলুর রহমান বাবরের জীবন (ইন্নালিল্লাহি....রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার সকাল ৯টা ১০মিনিটে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে রিয়াদুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রিয়াদুর রহমান বলেন, বাবার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে স্ট্রোক করলে বাবাকে স্কয়ারে ভর্তি করা হয়। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বাবরের মরদেহ রাজধানীর কলাবাগানের বাসায় নেয়া হয়। এরপর বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সহায়তায় সোমবার এফডিসিতে বাদ আছর জানাজা হয়। সন্ধ্যায় তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। বাবরের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমানে মক্কায় অবস্থান করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সেখান থেকেই বাবরের মৃত্যুর খবর পান তিনি। মৃত্যুর সংবাদ পাওয়ার পর তার প্রতিষ্ঠান থেকে এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান কাঞ্চন। বিবৃতিতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা বাবর নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন তার সঙ্গে এই সামাজিক আন্দোলনের কর্মকা-ে কাজ করেছি। এছাড়া চলচ্চিত্রের আঙ্গিনায় আমাদের পথচলার অনেক স্মৃতি তো রয়েছেই। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গন ও নিরাপদ সড়ক চাই একজন যোদ্ধাকে হারাল। আমি বাবরের জন্য পবিত্র ভূমি মক্কায় বসে দোয়া করছি। দেশবাসী সকলের কাছে বাবরের জন্য দোয়া কামনা করছি। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা রহমান, মেয়ে ওমাইনা রহমান এবং ছেলে রিয়াদুর রহমানকে রেখে গেছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি।
×