ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু ছিলেন খেটে খাওয়া কৃষকের বন্ধু’

প্রকাশিত: ১০:৪০, ২৭ আগস্ট ২০১৯

  ‘বঙ্গবন্ধু ছিলেন খেটে খাওয়া কৃষকের  বন্ধু’

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর ইতিহাসে একজন মহাপুরুষ, চির সংগ্রামী একজন জননেতা। বঙ্গবন্ধু ছিলেন বাংলার খেটে খাওয়া কৃষকদের বন্ধু। তিনি বাংলার মানুষের জীবনের ন্যূনতম প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের সুযোগ সৃষ্টির জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন। বাংলার মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপোসহীন। সদ্য স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরের জন্য কৃষি বিপ্লবের সূচনা করেন। কৃষকের সব বকেয়া খাজনা ও সুদ মওকুফ করে দেন তিনি। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শুরুটা করেছিলেন বঙ্গবন্ধু এবং তার অসামাপ্ত কাজটুকু সম্পন্ন করছেন তার সুযোগ্য উত্তরসূরি কৃষকরত্ন শেখ হাসিনা। কৃষি ও কৃষকদরদী বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কৃষিবান্ধব বঙ্গবন্ধুকে এভাবেই মূল্যায়ন করেছেন কৃষিবিদ এ কে এম রফিকুল ইসলাম।
×